কবি জসীম D`&`xb হল 1976 সালের 1 জুলাই থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু এবং বাংলাদেশের জসীম D`&`x‡bi প্রতি শ্রদ্ধা জানিয়ে এই হলটির নামকরণ করা হয়। হলটিতে সর্ব মোট 120টি (দ্বৈত কক্ষ 78 এবং চারজনের কক্ষ 42) কক্ষ রয়েছে। হলে বর্তমানে 1037 জন আবাসিক এবং 999 জন অনাবাসিক ছাত্র রয়েছে। হল সংলগ্ন একটি খেলার মাঠ ছাড়াও হলটির সামনের সুশোভিত ফুলের বাগানটি দৃষ্টিনন্দন।
কবি জসীম D`&`xb হলে ছাত্রদের আবাসিক কক্ষের পাশাপাশি পত্রিকা কক্ষ, লাইব্রেরি, সংসদ কক্ষ, দুইটি পাঠকক্ষ, একটি টিভিরুম কাম মিলনায়তন, খেলার রুম, মসজিদ, নিমন্ত্রন মেস এবং ক্যান্টিন রয়েছে। হলের শিক্ষার্থীগণ হলটির প্রতিষ্ঠাকাল থেকে পড়ালেখার সাথে সাথে সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। কবি জসীম D`&`xb হল বাঁধন, কবি জসীম D`&`xb হল ডিবেটিং ক্লাব এবং কবি জসীম D`&`xb হল সাংস্কৃতিক গোষ্ঠী অগ্রগন্য ভূমিকা পালন করে। হলের শিক্ষার্থীদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের সাথে সাথে হল কর্তৃপক্ষ বিভিন্ন জাতীয় দিবস D`&hvcb করে। প্রভোস্ট উপবৃত্তি ছাড়াও এই হলের রয়েছে কবি জসীম D`&`xb হল ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক ও মেধাবৃত্তি। কবি জসীম D`&`xb হলের একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন সক্রিয় আছে। |