কবি সুফিয়া কামাল হল
১৪ ই নভেম্বর, ২০১২ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কবি সুফিয়া কামাল হল উদ্বোধন করা হয়। কার্জন হলের আদলে এবং সব আধুনিক সুযোগ-সুবিধাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ আবাসিক হল যেখানে দুই হাজার ছাত্রী আবাসিক রয়েছে। হলটি কার্জন হলের বিপরীতে অবস্থিত, সেখানে উত্তর এবং দক্ষিনে দু’টি ১০ তলা বিষিষ্ট দালান। পূর্ব দিকে নির্মিত হয়েছে চার তলা মাল্টিপারপাস এবং পশ্চিম দিকে নির্মিত হয়েছে ৪ তলা প্রশাসনিক ভবন। ছাত্রীদের অভিভাবকের জন্য নির্মিত হয়েছে মেইন গেট সংলগ্ন রুম। এছাড়া আবাসিক এবং সহকারী আবাসিক শিক্ষকদের জন্য ১১ তলা ভিতসহ ২০টি ফ্লাটে রয়েছে আবাসিক শিক্ষক কোয়ার্টার। ছাত্রীদের পড়াশুনার জন্য পাঠ কক্ষ, লাইব্রেরী, সাহিত্য কর্নার ও কম্পিউটার ল্যাব রয়েছে। নামাজ পড়ার জন্য সুপরিসর নামাজ কক্ষ রয়েছে এবং অন্যান্য ছাত্রীদের নিয়মিত অনুশীলনের জন্য রয়েছে মিউজিক রুম এবং নাচঘর। এছাড়া ছাত্রীদের জন্য জরুরী সুবিধাসহ চার বিছানার একটি সিকরুম রয়েছে। বিদেশী ছাত্রীদের থাকার জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধাসহ ৪ টি অতিথি কক্ষ রয়েছে। হলের ছাত্রীদের সুবিধার্থে হলের অভ্যন্তরে স্থাপন করা হয়েছে ডাইনিং-ক্যান্টিন, লন্ড্রী, ফটোস্ট্যাট, দর্জি, দোকান, বিউটি পার্লার, মেডিসিন কর্নার ও ডিপার্টমেন্টাল স্টোর। এসব দোকান থেকে হলের ছাত্রীরা রাত ১০ টা পর্যন্ত সেবা পেয়ে থাকে। হলের ছাত্রীদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য একজন মনোবিজ্ঞানী নিয়োগ দেয়া হয়েছে। |