জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং-এর উদ্যোগে আগামী ০৬ ডিসেম্বর ২০২০ ‘Teaching and Learning in Higher Education’ শীর্ষক এক আন্তর্জাতিক সিম্পোজিয়াম ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন।
সিম্পোজিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নিউজিল্যান্ডের ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. জানিনকা গ্রীণউড। মূল প্রবন্ধের উপর আলোচনা করবেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের এরিনা সেন্টারের ডিরেক্টর ড. স্যাম স্মিথ এবং এডুকেশনাল ডেভেলপমেন্টের অধ্যাপক সাইমন ওয়াকার। এছাড়াও, এতে সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং-এর পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, অতিরিক্ত পরিচালক ড. এ.টি.এম. সামছুজ্জোহা প্রমুখ বক্তব্য প্রদান করবেন।
সিম্পোজিয়ামে বাংলাদেশ ও বিদেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। এতে University Teaching and Learning In the 21st Century: Criticality and Challenges’, ‘Addressing the challenges of teaching and learning in the time of COVID-19’ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হবে।
--------------
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
Workshop for DU teachers held14/01/2021 Read more... |
ঢাবি-এ এস এন বোস-এর জন্মবার্ষিকী উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত13/01/2021 Read more... |
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএনসিসি’র বিভিন্ন কার্যক্রম উদ্বোধন করেন ঢাবি উপাচার্য12/01/2021 Read more... |
বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খান-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ11/01/2021 Read more... |
ঢাবি’র পিএইচ.ডি. প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র আহ্বান10/01/2021 Read more... |
Workshop for DU teachers held10/01/2021 Read more... |
ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম এ এম মুহতাশাম হোসেন-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ09/01/2021 Read more... |