ঢাকা বিশ্ববিদ্যালয় নৈতিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আজ ০৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ওয়েবিনারে সভাপতিত্ব করেন ।
স্বাগত বক্তব্য দেন নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী। ‘সর্বজনীন স্বাস্থ্য ন্যায় এবং স্বাস্থ্য সম্পর্কিত সামাজিক নির্ণয়ক সনাক্তকরণ: বাংলাদেশের ঢাকা শহরে ডেঙ্গু মহামারী সম্পর্কিত একটি কেস স্টাডি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমেদ। মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক ড. নাইমা হক।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সময়োপযোগী এই ওয়েবিনার আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে এই ওয়েবিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাস্থ্য সেবার উন্নয়ন এবং মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. ফরিদ আহমেদ স্বাস্থ্যনীতি প্রণয়নের উপর গুরুত্বারোপ করে বলেন, সামাজিক অসমতা ও বৈষম্য নিরসন করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
-----------------------------------
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
Workshop for DU teachers held14/01/2021 Read more... |
ঢাবি-এ এস এন বোস-এর জন্মবার্ষিকী উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত13/01/2021 Read more... |
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএনসিসি’র বিভিন্ন কার্যক্রম উদ্বোধন করেন ঢাবি উপাচার্য12/01/2021 Read more... |
বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খান-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ11/01/2021 Read more... |
ঢাবি’র পিএইচ.ডি. প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র আহ্বান10/01/2021 Read more... |
Workshop for DU teachers held10/01/2021 Read more... |
ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম এ এম মুহতাশাম হোসেন-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ09/01/2021 Read more... |