ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গালিব আহসান খান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ০৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, সাবেক ইউজিসি অধ্যাপক ড. গালিব আহসান খান ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের একজন নিষ্ঠাবান ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক ও গবেষক ছিলেন । তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, নম্র ও সজ্জন চরিত্রের অধিকারী। বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন । দর্শন শিক্ষা বিশেষ করে নৈতিকতা শিক্ষার প্রচার ও প্রসারে অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক ড. গালিব আহসান খান আজ ০৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
----------------------
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি-এ দু’দিনব্যাপী গণিত সম্মেলন শুরু11/04/2021 Read more... |
রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ11/04/2021 Read more... |
সিন্ডিকেট সভা অনুষ্ঠিত; ঢাবি-এ ‘গ্র্যাজুয়েট প্রমোশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট’ কর্মসূচি গ্রহণ09/04/2021 Read more... |
ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবদুল মালেক-এর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ09/04/2021 Read more... |
ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গালিব আহসান খান-এর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ08/04/2021 Read more... |
বরেণ্য সংগীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ07/04/2021 Read more... |
ডাকসু’র সাবেক জিএস মোর্শেদ আলীর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ07/04/2021 Read more... |