Thumb

ড. মোয়াইদুল ইসলাম বোরাহ্

বাহারিস্তান-ই-গায়বী-র ইংরেজি অনুবাদ।

বাংলাদেশের স্বাধীনতা-পূর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফারসি ভাষা ও সাহিত্যের বিকাশে যারা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন তাদের শীর্ষে রয়েছেন ড. মোয়াইদুল ইসলাম বোরাহ। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ফার্সী ও উর্দু বিভাগ থেকে ডিগ্রি অর্জনকারী প্রথম ছাত্র। ফারসি ও উর্দু বিভাগে শিক্ষকতার মধ্য দিয়ে তার কর্মজীবনের সূচনা। তিনি লন্ডনের প্রাচ্য ভাষা অধ্যয়ন ইনস্টিটিউট থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফারসি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি ও আইন শাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। আসামের গৌহাটি কটন কলেজে অধ্যয়ন করেন তিনি। তার জন্ম ভারতের আসামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর অধ্যাপনার পর চাকরিরত অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করেন। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য রচনা মির্জা নাথান রচিত বিখ্যাত ফারসি ইতিহাসগ্রন্থ বাহারিস্তান-ই-গায়বী-র ইংরেজি অনুবাদ। পরবর্তীতে খালেকদাদ চৌধুরী এই ইংরেজি অনুবাদ থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন। গ্রন্থটি চার খÐে রচিত। গ্রন্থের ২য় খÐের প্রথম সংস্করণ ফেব্রæয়ারি ১৯৮৫ খ্রিস্টাব্দে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। গ্রন্থটির ৩য় ও ৪র্থ খÐের প্রথম সংস্করণ বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় ১৯৮৯ খ্রিস্টাব্দে।