Thumb

ড. আবু মূসা মোহাম্মদ আরিফ বিল্লাহ

Influnce of Persian Literature on Shah Mohammad Sagir's Yusuf Zulaikha and Alao's Padmavati


ড. আবু মূসা মোহাম্মদ আরিফ বিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সী ও উর্দু বিভাগ হতে ফারসি বিষয়ে ১৯৮৯ খ্রিস্টাব্দে বি এ (সম্মান), ১৯৯০ খ্রিস্টাব্দে একই বিষয়ে এম এ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১০ খ্রিস্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণা অভিসন্দর্ভের শিরোনাম "Influnce of Persian Literature on Shah Mohammad Sagir's Yusuf Zulaikha and Alao's Padmavati"। তার এই অভিসন্দর্ভটি গ্রন্থাকারে প্রকাশ পায় ২০১৪ খ্রিস্টাব্দে। পিএইচডি গবেষণাকাজে ইংল্যান্ডে অবস্থানকালে তিনি SOAS Language Centre, University of London-এ ফারসি, বাংলা, হিন্দি ও দারি ভাষা শিক্ষাদানে নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আর্থিক সহায়তায় ২০০২ খ্রিস্টাব্দে Persian Studies in Bengal : Past, Present and Future  শীর্ষক গবেষণা প্রকল্প সম্পাদন করেন এবং ১৯৯৮ খ্রিস্টাব্দে ঢাকাস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্র থেকে প্রকাশিত ফার্সী-বাংলা-ইংরেজী অভিধান গ্রন্থের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি আবু রায়হান বিরুনি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার আয়োজন ও গবেষণা প্রবন্ধ সংকলন প্রকাশের মাধ্যমে গবেষণাকর্মে নিয়োজিত আছেন।