এতদ্বারা বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে যেসকল শিক্ষার্থী বিজয় একাত্তর হলে আবাসিক হতে ইচ্ছুক তাদেরকে https://t.ly/AOodC লিংকে প্রবেশ অথবা নি¤েœাQR Code Scan করে আবাসিকতার ফরম Download করতে পারবে। উক্ত Download-কৃত ফরম পূরণপূর্বক স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউটের চেয়ারম্যান/পরিচালক/ছাত্র উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরসহ আগামী ১৫/০৭/২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন (সকাল ৯.৩০ হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত) সময়ে নি¤েœাক্ত কাগজপত্র সংযুক্ত করে হল অফিসে জমাদানের জন্য অনুরোধ করা যাচ্ছে।
সংযুক্ত কাগজপত্রাদি: