এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট-এর অর্থায়নে এবং শর্তাধীনে মুক্তিযুদ্ধ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগসমূহের পিএইচ.ডি গবেষকদের ২টি “বঙ্গবন্ধু পিএইচ.ডি ছাত্র বৃত্তি” প্রদান করা হবে। এ লক্ষে নিম্নোক্ত শর্তাবলী পূরণ সাপেক্ষে পিএইচ.ডি গবেষকদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নির্ধারিত ফরম রেজিস্ট্রারের অফিস (কক্ষ নং-৩২৩) থেকে ১৭/১১/২০১৯ তারিখ থেকে ৩১/১২/২০১৯ তারিখ পর্যন্ত সংগ্রহ করা এবং জমা দেয়া যাবে।
বৃত্তির শর্তাবলি
গবেষণা কর্মটির বিষয়বস্তু ও পরিধি অবশ্যই মুক্তিযুদ্ধ ভিত্তিক হতে হবে । গবেষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা/ সামাজিক বিজ্ঞান অনুষদে যে কোন বিভাগে পিএইচ.ডি. প্রোগ্রামে গবেষণারত হতে হবে। পিএইচ.ডি. প্রোগ্রামে ভর্তির অনুমতিপ্রাপ্ত যে সকল প্রার্থীদের আবেদন রেজিস্ট্রেশনের জন্য প্রক্রিয়াধীন আছে তাঁরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১. পিএইচ.ডি গবেষণা বৃত্তি সর্বোচ্চ ৩ বছরের জন্য প্রদান করা হবে।
২. গবেষণা বৃত্তি প্রতিমাসে প্রত্যেক গবেষককে ২০ হাজার টাকা এবং গবেষণা কাজে অন্যান্য সহায়তা হিসেবে
সর্বোচ্চ ৩৫,০০০/-টাকা প্রদান করা হবে।
৩. পিএইচ.ডি গবেষণা বৃত্তির জন্য আবেদনকারীদের মধ্যে (চাকুরীরত প্রার্থীদেরকে) পূর্ণকালীন ছুটি গ্রহণকারী
প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে ।
উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠিতRead more... |
‘ঢাকা বিশ্ববিদ্যালয় বার্তা’ ৩৩ বর্ষ ২১তম সংখ্যা, ১ অগ্রহায়ণ ১৪২৬, ১৫ নভেম্বর ২০১৯ তারিখে প্রকাশিত হয়েছে।Read more... |
ঢাবি-এ অনলাইনভিত্তিক সেবা কার্যক্রম ১লা ডিসেম্বর থেকে শুরুRead more... |