ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ রোববার, ১৭ জুলাই শাহিদ মোফাজ্জল হায়দার চৌধুরী কনফারেন্স কক্ষে “আউটকাম-বেইজড এডুকেশন (OBE): প্রশ্ন প্রণয়ন ও মূল্যায়ন” শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং কর্মশালাটি সমন্বয় করেন ইতিহাস বিভাগের অধ্যাপক এম. এ. কাওসার। দুই পর্বের কর্মশালায় বক্তব্য দেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ), অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং অধ্যাপক ড. মো. আশরাফুল আলম (উপাচার্য, সিলেট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)। বিশেষজ্ঞ গণ কার্যকর প্রশ্ন প্রণয়ন, রুব্রিক-ভিত্তিক মূল্যায়ন এবং শিক্ষার ফলাফলের সাথে মূল্যায়নের সামঞ্জস্য বিষয়ে আলোচনা করেন। কর্মশালায় লেকচারার থেকে অধ্যাপক পর্যন্ত ১৬০ জনেরও বেশি শিক্ষক অংশগ্রহণ করেন। সমাপনী বক্তব্যে ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ভবিষ্যতে আরও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আশ্বাস দেন।