ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬ প্রকাশ করেছে। এ বছর বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ৮০১ থেকে ১০০০ এর মধ্যে অবস্থান করে আগের বছরের তুলনায় ২০০ ধাপ এগিয়েছে। গত বছর এই র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১০০১ থেকে ১২০০ এর মধ্যে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান ধরে রেখেছে। আজ ৯ অক্টোবর টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। র্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।
শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা সূচকের ওপর ভিত্তি করে র্যাঙ্কিং করা হয়েছে।
২। চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২শ’ ৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। এই হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর একটি অফিসিয়াল চিঠি কয়েক মাস আগে ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে চীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়। চীন সরকার ইতোমধ্যেই এই প্রকল্প প্রস্তাব অনুমোদন করেছে। বর্তমানে অভ্যন্তরীণ প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রক্রিয়া শেষে চীনের একটি বিশেষজ্ঞ দল Feasibility Study-এর জন্য শিগগিরই ঢাকায় আসবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, এ প্রকল্প বাস্তবায়িত হলে ১ হাজার ৫শ’ ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করতে ঢাকাস্থ চীনা দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন।
৩। দু’দিন ব্যাপী অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসব উদ্বোধন করেন এবং কোষাধ্যক্ষ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ÔProposing Policies for Social InclusivityÕ প্রতিপাদ্য নিয়ে অ্যাকশনএইড-এর সহযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি দু’দিনব্যাপী এই উৎসব আয়োজন করে।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তের আলোকে ক্যাম্পাসে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ এবং বুলিং ও র্যাগিং প্রতিরোধে পৃথক দু’টি কমিটি কাজ করছে। ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবিরকে আহ্বায়ক করে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্পে তদন্ত কমিটি’ এবং আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদাকে আহ্বায়ক করে ‘এ্যান্টি বুলিং এন্ড র্যাগিং কমিটি’ গঠন করা হয়েছে।
যৌন হয়রানি ও নিপীড়ন এবং বুলিং ও র্যাগিং সংক্রান্ত যাবতীয় অভিযোগ সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ককে নিয়মিতভাবে অবহিত করার জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর অফিস থেকে ইতোমধ্যেই সকল অনুষদের ডিন, হলসমূহের প্রাধ্যক্ষ, হোস্টেলসমূহের ওয়ার্ডেন, সকল বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটসমূহের পরিচালক ও প্রক্টর বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। পত্রে সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, হল, হোস্টেল ও প্রক্টর অফিসে অভিযোগ বাক্স স্থাপন করে সাপ্তাহিক ভিত্তিতে প্রাপ্ত অভিযোগসমূহ সংশ্লিষ্ট কমিটির আহ্বায়কদের কাছে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এছাড়া, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটে যৌন হয়রানি ও নিপীড়ন এবং বুলিং ও র্যাগিং বিষয়ে কর্মশালা আয়োজনের জন্য পরামর্শ দেয়া হয়েছে।
৫। ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেস্কো)-এর বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান উপাচার্যের সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আইসেস্কো চেয়ার’ প্রতিষ্ঠার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। উপাচার্য শিক্ষা ও গবেষণার উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন খ্যাতিমান সংস্থার সঙ্গে অংশীদারিত্ব ও নেটওয়ার্কিং গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
৬। জাপানের সুমিতমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লি: কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০জন নিয়মিত ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করবে। এই বৃত্তির জন্য আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তিকৃত নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ২০২২ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীদের ৪র্থ বিষয় বাদে এসএসসি এবং এইচএসসিতে ৪.৮০ জিপিএপ্রাপ্ত হতে হবে। আবেদন ফরম রেজিস্ট্রার দফতরের শিক্ষা-৫ শাখা (কক্ষ নং- ২১২) থেকে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.du.ac.bd) প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর ও সীলমোহরসহ আগামী ২০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার দফতরের শিক্ষা-৫ শাখায় (কক্ষ নং-২১২) জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ২(দুই) কপি রঙিন ছবি, এসএসসি এবং এইচএসসি’র নম্বরপত্র, সার্টিফিকেট, অভিভাবকের আয়ের সনদ এবং বিভাগীয় প্রত্যয়ন পত্র সংযুক্ত করতে হবে।
সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী তিন বছর নবায়নযোগ্য।
৭। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের উদ্যোগে “Career Talk Show and Presentation Skill Development”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন।
৮। সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তত্ত্বাবধানে অনুষদ অফিস ও অনুষদভুক্ত বিভাগসমূহের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অগ্নি-নির্বাপণ প্রশিক্ষণ ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
৯। ক) অধ্যাপক ড. গোলাম এম মাতবর ট্রাস্ট ফান্ড বৃত্তির জন্য সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের ৬ জন শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। খ) অফিস কক্ষ সুসজ্জিত করা হয়েছে। গ) ক্লাস রুমের ২টি এসি সার্ভিসিং করা হয়েছে। ঘ) দক্ষিণ ভবনের ওভারহেড পানির ট্যাঙ্ক এর পানির লাইন মেরামত করা হয়েছে।
১০। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষে অধ্যয়নরত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাজিম এর নামে মাসিক ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা হারে ১বছরের জন্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মঞ্জুর করা হয়েছে।
১১। অর্থনীতি বিভাগের ২০২৩ সনের বিএসএস সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় লুবাবা বিনতে হালিমকে শাহ এএমএস কিবরিয়া মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড থেকে এককালীন ১২,০০০/- (বারো হাজার) টাকা বৃত্তি মঞ্জুর করা হয়েছে।
১২। এডুকেশনাল কাউন্সেলিং সাইকোলজি বিভাগের ২০২৪-২০২৫ সেশনের এম.ফিল. ১ম বর্ষে অধ্যয়নরত ৩জন শিক্ষার্থীকে সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে বিলকিস-মাহবুব ট্রাস্ট ফান্ড থেকে এককালীন ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা করে গবেষণা অনুদান মঞ্জুর করা হয়েছে। শিক্ষার্থীরা হলেন ; ১) ওয়াহিদা পারভীন ২) মো: মামুন ও ৩) মো. মেহেদী হাসান।
১৩। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে হল সংসদের আলোচনা সভা হয়েছে। খ) প্রভোস্ট বাংলোসহ হলে বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। গ) সীট প্রদানের কাজ চলমান রয়েছে। ঘ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান করা হচ্ছে।
১৪। ক) কবি জসীম উদ্দীন হল সংসদের রুম সংস্কার করা হয়েছে। সংসদ রুমের সিলিং, দেয়াল, জানালা ও দরজা রং করার পাশাপাশি একটি নতুন অনার বোর্ড স্থাপন করা হয়েছে। হল সংসদে নির্বাচিতদের দায়িত্ব পালনকে নির্বিঘ্ন করতে দপ্তরে প্রয়োজনীয় স্টেশনারি সরবরাহ করা হয়েছে। খ) হলের পানির রিজার্ভ ট্যাংক, দক্ষিণ ও উত্তর ভবনের ওভারহেড পানির ট্যাংক পরিষ্কার করা হয়েছে। এছাড়া হল ক্যান্টিন ও আবাসিক শিক্ষক ভবনের ওভারহেড পানির ট্যাংক পরিষ্কার করা হয়েছে। গ) হল মেস ও ক্যান্টিনের জানালার পর্দা ওয়াশ ও লন্ড্রী করে পুনঃস্থাপন করা হয়েছে। ঘ) হলে শিক্ষার্থীদের ব্যবহৃত ফিল্টারগুলো সার্ভিসিংসহ বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়া জানালার ভাঙ্গা গ্লাস পরিবর্তন করা হয়েছে। ঙ) হল গেট সংলগ্ন দেয়ালে একটি সুদৃশ্য বড় লুকিং গ্লাস স্থাপন করা হয়েছে।
১৫। ক) কবি সুফিয়া কামাল হলে শিক্ষার্থী ভবনে ৪ টি সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। খ) হলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নব নির্বাচিত হল সংসদ সদস্যদের সঙ্গে হলের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর পরিচিতি পর্ব ও হলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গ) হলের শিক্ষার্থী ভবনের প্রতি ফ্লোরে হল সংসদ বাক্স স্থাপন করা হয়েছে। ঘ) হলের শিক্ষার্থী ভবনের চাহিদার ভিত্তিতে ২৯টি কক্ষে ছারপোকা নিধন অভিযান পরিচালিত হয়। ঙ) হলের প্রশাসনিক ভবনে যৌন নিপীড়ন এবং বুলিং ও র্যাগিং সংক্রান্ত ২টি অভিযোগ বাক্স স্থাপন করা হয়।
১৬। ক) অমর একুশে হলের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার (শিক্ষা উপকরণ) প্রদান করা হয়। খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট বন্টন নীতিমালা অনুসরণ করে অমর একুশে হলে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ২২৫ জন আবেদনকারী শিক্ষার্থীর মধ্য থেকে ১১৭ জন শিক্ষার্থীকে ইতিমধ্যে সিট বরাদ্দ দেয়া হয়েছে। ২য় বার দ্বৈতাবাসিক সিট বরাদ্দের আবেদন আহ্বান করা হয়েছে। গ) হলের নিজস্ব অর্থায়নে ১২ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ ১১২টি সিলিং ফ্যান দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের কক্ষে স্থাপন করা হয়েছে। প্রতিটি কক্ষে সিলিং ফ্যান স্থাপনের জন্য হুক ও বৈদ্যুতিক সংযোগও নিজস্ব অর্থায়নে করা হয়েছে। ঘ) সম্প্রতি হলের নিজস্ব অর্থায়নে ১৫০টি বাইসাইকেল ধারনক্ষমতা সম্পন্ন মন্দুরা-২ ও মন্দুরা-৩ নামক দুইটি বাইসাইকেল স্ট্যান্ড নির্মাণ করা হয়েছে। হলের পাঠকক্ষে ২৪,০০০ BTU ক্ষমতা সম্পন্ন ৩টি AC সংযোগ দেয়া হয়েছে। ঙ) হলের জিমনেশিয়ামের (দেহঘড়ি) জন্য ১টি ক্রস টেইনার ও ১টি জিম সাইকেল স্থাপন করা হয়েছে। চ) অমর একুশে হল সংসদ-২০২৫ এর ২য় সভা অনুষ্ঠিত হয়। সভায় হল সংসদের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়