২৯ শে জুলাই ২০২৫ , মঙ্গলবার বেলা ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট এর মিলনায়তনে ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে 'ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান: মুক্ত করো ভয়' শিরোনামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউটের জাপানীজ ভাষার শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম, আলোচনামূলক বক্তব্য প্রদান করেন স্প্যানিশ ভাষার সহযোগী অধ্যাপক জনাব আব্দুল্লাহ রফিক-উম-মুনীর চৌধুরী।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট গীতিকবি জনাব শহীদুল্লাহ ফরায়জী এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আধুনিক ভাষা ইনস্টিটিউট এর পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল।
আলোচনা সভায় জুলাই বিপ্লবের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন ইনস্টিটিউট এর ফ্রেঞ্চ ল্যান্গুয়েজ এন্ড কালচার বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী মাহমিদ মুবিন রাতুল। সভায় নিজ নিজ বক্তব্যে প্রধান আলোচক ও প্রধান অতিথী জুলাই বিপ্লবের কাঙ্ক্ষিত বাংলাদেশ অর্জনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও দায়বদ্ধতার কথা বলেছেন। সমাপনী বক্তব্যে ইনস্টিটিউট এর পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল গণমানুষের আবেগ ও আত্মত্যাগের সমন্বয়ে পাওয়া নতুন এ সময়ে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সকল মতভেদ এবং বিভাজন ভুলে গিয়ে একসঙ্গে নুতন দেশ গঠনে কাজ করার উদার আহ্বান জানান।