ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে “ফিরে দেখা জুলাই গণ-অভ্যুত্থান” শীর্ষক এক আলোচনা সভা আজ ২৮ জুলাই ২০২৫, সোমবার সকাল ১১:০০টায় বিভাগের ১০০৭ নং শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান-এর সভাপতিত্বে আলোচনা সভায় অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম আলোচক হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং অভ্যুত্থানের দিনগুলির বিভিন্ন ঘটনাক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সম্মুখে উপস্থাপন করেন। সংশ্লিষ্ট উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন। বিভাগের শিক্ষার্থী ইফফাত নওশীন জয়ী, মো. সোহরাব মিয়া এবং মাহমুদুল হাসান রায়হান জুলাই গণ-অভ্যুত্থানে নিজেদের অংশগ্রহণের বিষয়ে স্মৃতিচারণ করেন। সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. শেখ মামুন মোস্তফা অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথি কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থী, শিক্ষকসহ সমাজের সর্বস্তরের মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিলো। তবে শিক্ষার্থীরাই সম্মুখ সারিতে থেকে গণ-অভ্যুত্থানে বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং জাতির সামনে নিজেদেরকে নায়ক হিসেবে উপস্থাপন করেছে। কোন মহলের প্ররোচনায় কিংবা কোন কর্মকান্ডে যেন মানুষের কাছে শিক্ষার্থীদের এই ভূমিকা প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। আগামী দিনেও শিক্ষার্থীরা যেকোন সামাজিক বৈষম্য, অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিভাগের বিভিন্ন শ্রেণির শিক্ষাথী ও শিক্ষকবৃন্দ আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।