পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ১৫ তম ব্যাচের আয়োজনে ’পিবিএস ক্রীড়া মহোৎসব ২০২৫‘ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া মহোৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান, ড. শান্টু বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিভগের অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া, সহযোগী অধ্যাপক ড. নীরু বড়ুয়া, সহযোগী অধ্যাপক ও ক্রীড়া শিক্ষক ড. শামীমা নাছরিন, সহকারী অধ্যাপক রত্না রানী দাস, সহকারী অধ্যাপক জ্যোতিস্বী চাকমা, সহকারী অধ্যাপক রোমানা পাপড়ি, প্রভাষক কে এম আফতাবুল ইসলাম তন্ময় এবং সেমিনার লাইব্রেরিয়ান ড. মৈত্রী তালুকদার। বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ক্রীড়া মহোৎসবে উপস্থিত ছিলেন।