ঢাকা বিশ^বিদ্যালয় দর্শন বিতর্কধারার বিতার্কিক অনুসন্ধান ২০২৫ অনুষ্ঠিত
ঢাকা বিশ^বিদ্যালয়ের দর্শন বিতর্কধারা দর্শন বিভাগ তথা বিতর্ক অঙ্গনের একটি ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন। সংগঠনটি নিয়মিতভাবে বিতর্ক কার্যক্রম ও বিশ^বিদ্যালয়কেন্দ্রিক নানা ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সে ধারাবাহিকতায় বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নবীন বিতার্কিক অনুসন্ধান ২০২৫ এর চ~ড়ান্ত বিতর্ক গত ১৮.০৯.২০২৫ তারিখে বিভাগীয় সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী চলা এ আয়োজনে বিভাগের প্রথম বর্ষের বিতার্কিকবৃন্দ কয়েকটি দলে বিভক্ত হয়ে বিতর্ক কর্মশালা ও সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতার চ~ড়ান্ত পর্বে টিম এরিস্টটল ও টিম অমর্ত্য সেন-এর নান্দনিক, যৌক্তিক এবং পদ্ধতিগত সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতার বিচারিক কার্যক্রম পরিচালনায় ঢাকা বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটির অভিজ্ঞ ও দক্ষ বিতার্কিকবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। দর্শন বিতর্কধারার সভাপতি মাশরিয়া জান্নাত এর নির্দেশনা, সদস্য-সচিক আহমাদুল্লাহ’র উপস্থাপনা এবং সম্মানিত মডারেটর বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহম্মদ উল্লাহর পরামর্শ ও তত্ত¡াবধানে সার্বিক কার্যক্রম পরিচালিত হয়।