অদ্য ২১/০৯/২০২৫ তারিখ, রবিবার, সকাল ১০.৩০ টায় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত সুফিয়া কামাল লেকচার সিরিজের নিয়মিত কার্যক্রমে Dr. Rafiath Rashid Mithila, Head of the Early Childhood Development and Education Programme at BRAC International, ‘Gender, Education and Early Childhood Development’ বিষয়ে বক্তব্য প্রদান করেন। উক্ত লেকচার সিরিজে বিভাগের সম্মানিত শিক্ষক ও বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।