ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার দক্ষিণাঞ্চলের ফাইনালে প্রাণিবিদ্যা বিভাগ ট্রাইবেকারে ২-১ গোলে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণাঞ্চলের প্রতিযোগিতায় ম্যান অব দি ম্যাচ হন প্রাণিবিদ্যা বিভাগের তাসিন। একই বিভাগের গোলকিপার অপু ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হন।