Academic Calendar of Department of Educational and Counselling Psychology

এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ (২০১১)

অধ্যাপক ড. মেহজাবীন হক

চেয়ারম্যান

সাম্প্রতিক সময়ে সামাজিক অস্থিরতা, সহিংসতা, বিষণ্নতা, মাদকাসক্ততা ও আত্মহত্যার মতো মনোসামাজিক সমস্যা ও সমাজবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষাভীতি, ঝরে পড়া, শিক্ষাঙ্গন থেকে অকৃতকার্যতা ও আচরণগত সমস্যা শিক্ষাক্ষেত্রে গুরুতর সমস্যা হিসেবে চিহ্নিত হচ্ছে। মনোসামাজিক সমস্যাগুলো দূরীকরণে এডুকেশনাল ও কাউসেলিং সাইকোলজিস্টরা সম্মিলিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, হাসপাতালে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ফলপ্রসূ শিক্ষণ প্রক্রিয়া ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

এদিকে লক্ষ্য রেখে ২০০৬ সন থেকে মনোবিজ্ঞান বিভাগের একটি স্ট্রিম এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোসাজ নামে যাত্রা শুরু করে। অতঃপর ২০১১ সালের আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের অধীনে “এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি” বিভাগ নামে একটি নতুন বিভাগ আত্মপ্রকাশ করে। ২০১২ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন হিসেবে অধ্যাপক ড. শাহীন ইসলাম-এর নিয়োগের মাধ্যমে বিভাগটি যাত্রা শুরু করে। এই বিভাগে ১ বছরের মাস্টার্স ও ২ বছরের এম. ফিল. ডিগ্রি প্রদানের ব্যবস্থা রয়েছে।


এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ

একাডেমিক প্রোগ্রাম (১লা জানুয়ারি ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯)

ক্রমিক

শ্রেণি

শিক্ষাবর্ষ

ক্লাস শুরু

হওয়ার তারিখ

ক্লাস শেষ

 হওয়ার তারিখ

১ম ইন-কোর্স/মিড-টার্ম পরীক্ষার তারিখ

ফিল্ড ওয়ার্ক

পরীক্ষা আরম্ভের তারিখ

পরীক্ষা শেষ হওয়ার তারিখ

০১.

স্নাতকোত্তর/এমবিএ/অন্যান্য

২০১৮-২০১৯

-

-

-

 

ইন্টার্নশীপ চলছে

ব্যবহারিক, প্রজেক্ট, সেমিনার, মৌখিক পরীক্ষা মে, ২০১৯

জুলাই, ২০১৯

২০১৯-২০২০

০৬-০১-২০১৯

৩০-১০-২০১৯

১ম এপ্রিল, ২০১৯

২য় আগস্ট, ২০১৯

-

লিখিত শুরু: ১৫ নভেম্বর, ২০১৯

লিখিত শেষ: ৩০ ডিসেম্বর, ২০১৯

০২.

এম. ফিল.

২০১৮-২০১৯

-

এপ্রিল, ২০১৯

-

-

মে, ২০১৯

জুন, ২০১৯