ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হলের ৪১জন শিক্ষার্থী ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ড বৃত্তি, শহিদুল হক স্মৃতি বৃত্তি এবং প্রভোস্ট বৃত্তি লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল ২৫ মে ২০২৫ রবিবার সন্ধ্যায় হল মিলনায়তনে এক অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানা এবং ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ডের সদস্য ও হলের খন্ডকালীন আবাসিক শিক্ষক ড. নাফিজা ফেরদৌসী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রয়াত ফাতেমা ইকবালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, এধরনের বৃত্তি প্রদান কার্যক্রম শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
এবছর ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ১৭ জন শিক্ষার্থীকে ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন- রুহানী আফরিন (উর্দু), মোসা: অনিয়া ফেরদৌস (ফারসি ভাষা ও সাহিত্য), মুক্তি দাশ (কমিউনিকেশন ডিজঅর্ডারস), ফারিহা আক্তার (সমাজবিজ্ঞান), ফেরদৌস নূর প্রভা (ম্যানেজমেন্ট), হালিমা আক্তার তামান্না (ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স), নুর-ই- জাহান অংকন (অণুজীব বিজ্ঞান), মার্জিয়া জান্নাত (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান), খাশ্রী গান্দাই (থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ), ফাতেমা তুজ্জহুরা রিতু (উর্দু), রওনক জাহান (সমাজবিজ্ঞান), তাহসীন জাহান (অর্থনীতি), সাদিয়া আক্তার (ইন্টারন্যাশনাল বিজনেস), সাদিয়া জাহান (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্), জান্নাতুল ফেরদৌস (ভূগোল ও পরিবেশ), নওশীন ফারিহা (আইন) এবং তনিমা রহমান (শিক্ষা ও গবেষণা)।
২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ২২ জন শিক্ষার্থীকে প্রভোস্ট বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন- ফাতেমা আক্তার (উর্দু), ফরিদা ইয়াসমিন (ফলিত গণিত), তামান্না হক মিম (ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স), প্রজ্ঞা সাহা (ভাষাবিজ্ঞান), মোছা: তাছলিমা খাতুন (রাষ্ট্রবিজ্ঞান), জেসি আক্তার (ম্যানেজমেন্ট), মোছা: সুমাইয়া ফারুকী (রসায়ন), সাবিকুন নাহার মীম (প্রাণিবিদ্যা), মোসা: আয়শা নাজমিন (শিল্পকলার ইতিহাস), নাসরিন আক্তার নির্জনা (স্বাস্থ্য অর্থনীতি), উম্মে সুমাইয়া (শিক্ষা ও গবেষণা), ফারিহা তাসনিম শ্রুতি (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), মোছা: আছমা খাতুন সাথী (রাষ্ট্রবিজ্ঞান), তাজলিমা আক্তার (ম্যানেজমেন্ট), ইসরাত জান্নাত ইমা (প্রাণিবিদ্যা), উম্মে সাদিয়া শিমলা (ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স), মোসা: মিশকাতুল জান্নাত (প্রাচ্যকলা), মারজিয়া বিনতে রহমান (ফার্মেসী), কামরুন্নাহার কলি (ফলিত পরিসংখ্যান), ফায়রুজ আনিকা (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান), হামিদা আক্তার নিশা (লোক প্রশাসন) এবং তুলি শীল (ম্যানেজমেন্ট)
এছাড়া, শহিদুল হক স্মৃতি বৃত্তি পেয়েছেন- নাফিজা আক্তার (ইতিহাস) এবং মোসা: মাসুরা আক্তার (ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স)।
২৬/০৫/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়