বিশিষ্ট কলাম লেখক এ জেড এম আবদুল আলীর মৃত্যুতে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ জেড এম আবদুল আলী একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হলেও তিনি ছিলেন একজন নিষ্ঠাবান নাগরিক ও প্রগতিশীল দেশপ্রেমিক। তাঁর লেখনিতে মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশকে বাস্তবায়নে এক বলিষ্ঠ আবেদন ছিল। তিনি নিয়মিতভাবে সংবাদপত্রে কলাম লিখে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে উদ্বুদ্ধ করতেন।
উপাচার্য মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ জেড এম আবদুল আলী বাংলাদেশ সরকারের কম্পট্রোলার অব অ্যাকাউন্টস অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতিসংঘ সমিতিসহ বিভিন্ন জাতীয় ও আন্তজার্তিক সংস্থার সাথে সংশ্লিষ্ট ছিলেন। তাঁর লেখা কলামের দুটি সংকলন গ্রন্থ প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার বাসায় ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়