ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের গত ২৪ আগস্ট ২০১৬ তারিখের সভায় গৃহীত এক সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিভিন্ন ভবন ও ল্যাবরেটরির নতুন নামাকরণ করা হয়েছে।
সিদ্ধান্ত মোতাবেক হলের কম্পিউটার ল্যাবরেটরির নাম বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, গদ্যকার এবং মানবতাবাদী ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর নামে “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কম্পিউটার ল্যাব”, হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনে প্রতিষ্ঠেয় ই-লাইব্রেরিটির নাম সমাজকর্মী ও ভাষা সৈনিক শহীদ ধীরন্দ্রনাথ দত্ত-এর নামে “শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ই-লাইব্রেরি”, হলের ৪৬নং আবাসিক শিক্ষক ভবনের নাম ‘৭১ এর ২৫ মার্চ কালরাতে শহীদ অধ্যাপক অনুদ্বৈপায়ন ভট্টাচার্য-এর নামে “ অধ্যাপক অনুদ্বৈপায়ন ভট্টাচার্য আবাসিক শিক্ষক ভবন” এবং হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনস্থ কনফারেন্স কক্ষটির নাম হলের প্রথম প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নরেশচন্দ্র সেনগুপ্ত-এর নামে “অধ্যাপক ড. নরেশচন্দ্র সেনগুপ্ত কনফারেন্স কক্ষ” নামাকরণ করা হয়েছে।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়