About Us

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। এই মহান নেতার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামকরণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল 1988 সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত হলগুলোর মধ্যে এই হল অন্যতম। হলে শিক্ষার্থীদের জন্য তারবিহীন ইন্টারনেট সংযোগ (ওয়াই-ফাই), একটি সমৃদ্ধ গ্রন্থাগার, একটি সুসজ্জিত পাঠকক্ষ, একটি মসজিদ, একটি ক্যান্টিন, একটি ডাইনিং কক্ষ রয়েছে। সবুজ চত্বরে ঘেরা হলের পুরো এলাকা দিনের 24 ঘন্টাই সিসি টিভি ক্যামেরার নজরদারীতে থাকে। হলের শিক্ষার্থীদের জন্য ক্যারাম, টেবিল টেনিস, দাবা, ব্যাডমিন্টনসহ নানাবিধ ইনডোর খেলাধুলার সুযোগ রয়েছে। হলের শিক্ষার্থীদের মেধাভিত্তিক প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করতে প্রতিবছর বিভিন্ন অনুষদের অনার্স পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলধারী হলের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু মেধা পুরস্কার প্রদান করা হয়। প্রতিবছর বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বির্তক প্রতিযোগিতা প্রভৃতির আয়োজন করা হয়। যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে 17ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়। নির্বাচিত হল সংসদ শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিকল্পনা ও সম্পাদন করে থাকে।

Message from the Provost

Upcoming Events

Facilities

Hall in Numbers

Rooms
Seats
Residential Students
Non-Residential Students

Photo Gallery