ড. মুহম্মদ শহীদুলাহ্ হল |
প্রভোস্টের নাম : ড. সৈয়দ হুমায়ুন আখতার |
প্রভোস্টের এর ছবি
|
ড. মুহম্মদ শহীদুলাহ্ হল, প্রাক্তন ঢাকা হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন হলসমূহের মধ্যে অন্যতম হল হিসেবে ১লা জুলাই ১৯২১ সালে প্রতিষ্ঠা লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা কলেজের হিন্দু ছাত্রদের হোস্টেল ভবনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত করে (বর্তমানে ড. মুহম্মদ শহীদুলাহ্ হল) ঢাকা হল হিসেবে চালু করেন। শুরু থেকে এ হলটি সর্ব ধর্মাবলম্বীদের ধর্ম নিরপেক্ষ (কসমোপলিটান) হল হিসেবে পরিচিত। বহু ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুলাহ্ এর নামে হলের নামকরণ করা হয় ১৯৬৯ সালে। ১৪/০৬/২০১৭ তারিখের সিন্ডিকেট সভায় “শহীদুলাহ্ হল” এর নাম পরিবর্ধন করে “ ড. মুহম্মদ শহীদুলাহ্ হল” করা হয়েছে এবং সিনেট কর্তৃক ১৭/০৬/২০১৭ তারিখে উক্ত সংবিধি সংশোধ অনুসমর্থন করা হয়।
হলটি ছিল মূলত: লাল ইটের তৈরি চৌকোণাকৃতি দ্বিতল ভবন যাতে ১৬০ জন ছাত্রের আবাসনের সুবিধা ছিল। পরবর্তীতে হলটিকে ত্রি-তলে উন্নীত করা হয়। সত্তরের দশকে মূল ভবনের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে নতুন ৪টি ভবন নির্মিত হয়। ভবনসমূহ হলো: শহীদ শরাফত আলী ভবন (বর্ধিত ভবন-১); শহীদ আতাউর রহমান খান খাদিম ভবন (বর্ধিত ভবন-২); ছাত্র মিলনায়তন (আনওয়ারুল আজিম চৌধুরী ভবন; এবং ৫ম তলা বিশিষ্ট আবাসিক শিক্ষক ভবন। হল প্রশাসন পরিচালনায় প্রাধ্যক্ষ মহোদয়কে সহায়তার জন্য এ হলে ১১ জন আবাসিক শিক্ষক এবং ৬ জন সহকারী আবাসিক শিক্ষকের পদ বিদ্যমান। |
ছাত্র-ছাত্রীর সংখ্যা |
আবাসিক |
800 |
দ্বৈতাবাসিক |
431 |
অনাবাসিক |
1355 |
সর্বমোট |
2586 |
|
হাউজ টিউটরের তথ্য |
আইডি |
নাম |
ক্যাটাগরি |
2003064003 |
Dr. Mohammad Zabed Hossain |
আবাসিক শিক্ষক |
2012022018 |
Mr. Touhid Hossain |
আবাসিক শিক্ষক |
2008073016 |
B M Mainul Hossain |
আবাসিক শিক্ষক |
2015082018 |
Mr. Md. Ibrahim Miah |
আবাসিক শিক্ষক |
2008096011 |
Dr. Mohammad Azmal Hossain Bhuiyan |
আবাসিক শিক্ষক |
2015081001 |
Dr Abul Khayer Mallik |
আবাসিক শিক্ষক |
2011012002 |
Dr. Md. Ruhul Kuddus |
আবাসিক শিক্ষক |
2018043009 |
Md. Anwar Hossain Bhuiyan |
আবাসিক শিক্ষক |
2016078012 |
Md. Jafor Dewan |
আবাসিক শিক্ষক |
2012037003 |
Dr. Md. Mohasin |
সহকারী আবাসিক শিক্ষক |
2013083001 |
Dr. Md. Anamul Haque |
সহকারী আবাসিক শিক্ষক |
2016072009 |
Md. Iqbal Hosan |
সহকারী আবাসিক শিক্ষক |
2017109025 |
Md. Yousuf Gazi |
সহকারী আবাসিক শিক্ষক |
2018017008 |
Md. Mostavi Enan Eshik |
সহকারী আবাসিক শিক্ষক |
2018114037 |
Md. Joshem Uddin |
সহকারী আবাসিক শিক্ষক |
2016116028 |
Dr. Mohammad Shahruzzaman |
সহকারী আবাসিক শিক্ষক |
উল্লেখযোগ্য ছবি সমূহ:
ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্ হল, প্রধান ভবন
শিক্ষার্থীদের অংশগ্রহণে হলের অভ্যন্তরীণ ক্রীড়া
শিক্ষার্থীদের অংশগ্রহণে হলের অভ্যন্তরীণ ক্রীড়া
হল সংসদ অফিস, ২০১৯
হলে অনুষ্ঠিত ভাষা শিক্ষা বিষয়ক আলোচনা
মনোরম হল প্রাঙ্গণের একাংশ
হলের দেয়াল পত্রিকার প্রকাশ
হল মসজিদ
হল লাইব্রেরির জন্য বই
হলে আয়োজিত ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট বিষয়ক কর্মশালা, ২০১৯
হল অফিস পার্শ্ববর্তী প্রাঙ্গণ
হল প্রাঙ্গণে অবস্থিত ছোট দোকান, ২০২০
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদেরকে সার্টিফিকেট প্রদান
হল ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি-২০২০
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদেরকে সার্টিফিকেট প্রদান
ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯
ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯
হল ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি জুলাই ২০১৯
ড. মুহম্মদ শহীদুল্লাহ এর ১৩৩ তম জন্মদিনে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
ড. মুহম্মদ শহীদুল্লাহ এর ১৩৩ তম জন্মদিনে তাঁর সমাধিতে হল এ্যালামনি কর্তৃক শ্রদ্ধাঞ্জলি নিবেদন
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ উদ্বোধন
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ পুরস্কার বিতরণী
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ উদ্বোধন
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ উদ্বোধন
হল প্রভোস্টের সাথে আবাসিক শিক্ষকবৃন্দ
ক্লিন ক্যাম্পাস উইক ( প্রতি মাসের প্রথম সপ্তাহ)
বৃক্ষ রোপণ কর্মসূচি
ক্লিন ক্যাম্পাস উইক ( প্রতি মাসের প্রথম সপ্তাহ)
বৃক্ষ রোপণ কর্মসূচি
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদেরকে সার্টিফিকেট প্রদান
হল ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি-২০২০
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদেরকে সার্টিফিকেট প্রদান
ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯
ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯
হল ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি জুলাই ২০১৯
ড. মুহম্মদ শহীদুল্লাহ এর ১৩৩ তম জন্মদিনে তাঁর সমাধিতে হল এ্যালামনি কর্তৃক শ্রদ্ধাঞ্জলি নিবেদন
হলের এ্যালামনি জনাব নুরুল ইসলাম সুজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলমন্ত্রীর দ্বায়িত্ব পাওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান-২০১৯
বাঁধন শহীদুল্লাই হল ইউনিট কর্তৃক আয়োজিত নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা-২০১৯
প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষকমণ্ডলী ও শেষ পর্বের ছাত্রবৃন্দ, ২৯-০৪-১৯৭৭
শিক্ষার্থীদের অংশগ্রহণে হলের অভ্যন্তরীণ ক্রীড়া
শিক্ষার্থীদের অংশগ্রহণে হলের অভ্যন্তরীণ ক্রীড়া
মনোরম হল প্রাঙ্গণের একাংশ
রাত্রিকালীন হল প্রাঙ্গণ
রাত্রিকালীন হল প্রাঙ্গণ
ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্ হল, প্রধান ভবন
হলের ক্রিকেট দল
আলোক সজ্জায় সজ্জিত হল ভবন
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০, আবাসিক শিক্ষকদের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০