ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে কলোকুয়াম লেকচার সিরিজ-১ এর দ্বিতীয় লেকচার অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের কলোকুয়াম লেকচার সিরিজ-১, ২০২৫-২৬ এর দ্বিতীয় লেকচার ২২ অক্টোবর, ২০২৫ (বুধবার) বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত লেকচার সিরিজের দ্বিতীয় বক্তা হিসেবে “ছোটদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নৈতিক শিক্ষা” শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় সহকারী অধ্যাপক মুহাম্মদ ওয়াহিদুল আলম। অধ্যাপক মো. নূরুজ্জামান তাঁর বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শিশুদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার সংক্রান্ত বিভিন্ন নৈতিক সংকট ও তা থেকে উত্তরণের বিভিন্ন পন্থার উপর আলোকপাত করেন। বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দসহ অন্যান্যদের অংশগ্রহণ, প্রশ্নত্তোর পর্বের উন্মুক্ত ও স্বতঃস্ফূর্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।