ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের কলোকুয়াম লেকচার সিরিজ-১, ২০২৫-২৬ এর তৃতীয় লেকচার ১২ নভেম্বর, ২০২৫ (বুধবার) তারিখে বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত লেকচার সিরিজের তৃতীয় বক্তা হিসেবে “In Pursuit of a Technology-based Teaching of Philosophy in the Public Universities of Bangladesh” শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক জি. এম. বায়েজিদ ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার তোফায়েল আহমেদ। জি. এম. বায়েজিদ তাঁর বক্তব্যে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের দর্শন বিভাগের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষণ পদ্ধতিতে প্রযুক্তি ব্যবহারের পক্ষে যুক্তি তুলে ধরেন। বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দসহ অন্যান্যদের অংশগ্রহণ, প্রশ্নত্তোর পর্বের উন্মুক্ত ও স্বতঃস্ফর্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।