জনসংখ্যা বিষয়ক গবেষণা, উন্নয়ন এবং জ্ঞান ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর মধ্যে একটি নতুন অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ২৬ অক্টোবর ২০২৫ রবিবার অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী (Md. Shahriar Kader Siddiky) এবং ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং (Catherine Breen Kamkong) চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু হাসানাত মোহাম্মদ কিশোয়ার হোসেন উপস্থিত ছিলেন।