৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার সকাল ১১:৩০টায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)-এর সম্মেলন কক্ষে “Discussion on Collaborative Research” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এনআইবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মধ্যে যৌথ গবেষণা, শিক্ষাকার্যক্রম ও একাডেমিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন এনআইবি’র মহাপরিচালক অধ্যাপক ড. মোঃ ছগীর আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেফালী বেগম। এছাড়া দুই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিজ্ঞানী ও গবেষকেরাও আলোচনায় অংশ নেন।
মহাপরিচালক তার বক্তব্যে জানান, দেশীয় প্রাণিজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা, জিনগত বৈচিত্র্য রক্ষা এবং প্রয়োগভিত্তিক গবেষণাকে এগিয়ে নিতে এনআইবি ও প্রাণিবিদ্যা বিভাগের মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, গবেষণায় এনআইবি’র সক্ষমতা এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ একত্রে দেশের জন্য প্রয়োজনীয় নীতিনির্ধারণী গবেষণা বাস্তবায়নে সহায়ক হবে।
অন্যদিকে, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেফালী বেগম তার আলোচনায় যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষার্থীদের থিসিস কার্যক্রম, পরীক্ষণ ও মাঠপর্যায়ের সহযোগিতা এবং গবেষণা ফেলোশিপ ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হলে এই উদ্যোগগুলো আরও সংগঠিতভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
আলোচনা শেষে প্রাণিবিদ্যা বিভাগের প্রতিনিধি দল এনআইবি’র আধুনিক গবেষণাগার, জিনোম সিকোয়েন্সিং ইউনিট ও জীবপ্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তারা চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যৎ যৌথ প্রকল্প নিয়ে মতবিনিময় করেন।