দারুল মাখতূতাত–ইস্তাম্বুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ যৌথভাবে গত ১৩ ও ১৪ আগস্ট ২০২৫ তারিখে বিভাগীয় চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে দু’দিনব্যাপী পাণ্ডুলিপি সম্পাদনা- বিষয়ক কর্মশালার আয়োজন করে। এতে আরবী বিভাগের শিক্ষকমণ্ডলী, এমফিল ও পিএইচডি গবেষকবৃন্দ এবং আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেন এবং ধ্রুপদী আরবি পাণ্ডুলিপি সম্পাদনার বিশেষায়িত প্রশিক্ষণ লাভ করেন।
কর্মশালাটিতে প্রশিক্ষণ প্রদান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুজন পাণ্ডুলিপি বিশেষজ্ঞ—ইস্তাস্বুলের ফাতিহ সুলতান মেহমেত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহমুদ মাসরি ও তুরস্কের গাজিয়াান্তেপের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজ’র প্রফেসর ড. ফায়সাল আল-হাফিয়ান। তাঁরা প্রশিক্ষণার্থীদের আরবি পাণ্ডুলিপি অধ্যয়নের গুরুত্ব ও পাণ্ডুলিপি পাঠের রীতিনীতি সংক্রান্ত ধারণা প্রদান করেন। অংশগ্রহণকারীরা প্রাচীন আরবি পাঠ-সম্পাদনা পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ পান।
প্রথমবারের মত বাংলাদেশে আয়োজিত এ কর্মশালা ধ্রুপদী আরবি পাণ্ডুলিপি অধ্যয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কর্মশালার সমাপনীতে দারুল মাখতূতাত–ইস্তাম্বুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ ভবিষ্যতে যৌথ গবেষণা, একাডেমিক এক্সচেঞ্জ ও সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করে।