ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় "বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পে সামাজিক সম্পর্কের প্রতিফলন (১৯৭২–২০১০)" শীর্ষক গবেষণার জন্য মোহাম্মদ ফেরদৌস খান শাওনকে পিএইচ.ডি. ডিগ্রি প্রদান করা হয়েছে।
তিনি চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগ থেকে এ গবেষণা সম্পন্ন করেন। গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন বিভাগীয় চেয়ারম্যান ড. শেখ মনির উদ্দিন।
পিএইচ.ডি. মূল্যায়ন কমিটির আহ্বায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক ড. জাহিদ হোসেন। বহিঃপরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কলকাতা গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফট-এর গ্রাফিক ডিজাইন ও অ্যাপ্লাইড আর্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. অর্পিতা প্রধান।