আজ ০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, শিল্পকলার ইতিহাস বিভাগে শিক্ষক-শিক্ষার্থী যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শিক্ষার্থীদের OBE কারিকুলাম সম্পর্কে ধারণা প্রদান করা হয়, ২০২৪ সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত কারো শিল্পকর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হয় এবং ১ম বর্ষ বিএফএ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিল্প শিক্ষা-উপকরণ প্রদান করা হয়। সভায় অতিথি হিসেবে কারুশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ আব্দুল মোমেনসহ শিল্পকলার ইতিহাস শিক্ষকবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
বিভাগের চেয়ারম্যান ড. শেখ মনির উদ্দিনের সভাপতিত্বে এবং ছাত্র ও উপদেষ্টা নিফাত সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন।