ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে ‘ম্যানেজমেন্ট অব ইনোভেশন এন্ড সাসটেইনেবিলিটি: ভিশন ২০৪১’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন আজ ২০ ডিসেম্বর ২০২০ রবিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ।
আইবিএ-এর পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যারিস্টার নিহাদ কবির এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামস্ রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মুজিববর্ষ উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, আর্থ-সামাজিকসহ সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি সাধিত হচ্ছে। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)’ অর্জন এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিরলস কাজ করে যাচ্ছে। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে আইবিএ দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজ্যুয়েট তৈরি করে চলছে।
উপাচার্য ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি বৈশ্বিক নানা পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানার্জনের পাশাপাশি প্রযুক্তিগত উদ্ভাবন, সৃজনশীলতা বিকাশ এবং উদ্যোক্তা হওয়ার প্রতি আহ্বান জানান।
এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
--------------------
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
Workshop for DU teachers held14/01/2021 Read more... |
ঢাবি-এ এস এন বোস-এর জন্মবার্ষিকী উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত13/01/2021 Read more... |
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএনসিসি’র বিভিন্ন কার্যক্রম উদ্বোধন করেন ঢাবি উপাচার্য12/01/2021 Read more... |
বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খান-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ11/01/2021 Read more... |
ঢাবি’র পিএইচ.ডি. প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র আহ্বান10/01/2021 Read more... |
Workshop for DU teachers held10/01/2021 Read more... |
ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম এ এম মুহতাশাম হোসেন-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ09/01/2021 Read more... |