১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রি স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে আগামী ২৫ মার্চ ২০২১ বৃহস্পতিবার ‘গণহত্যা দিবস’ পালন করা হবে। এ বছর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত পরিসরে দিবসটি পালিত হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে আগামী ২৫ মার্চ ২০২১ সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সন্ধ্যা সোয়া ৭টায় জগন্নাথ হল গণসমাধিতে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাত ৯টা থেকে ৯:০১টা পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল জায়গায় প্রতীকী “ব্লাক-আউট” কর্মসূচি পালন করা হবে।
দিবসটি উপলক্ষে বা’দ জোহর মসজিদুল জামিয়াসহ বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার মসজিদসমূহে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের রুহের মাগফেরাত/শান্তি কামনায় বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হবে।
--------------------
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি-এ দু’দিনব্যাপী গণিত সম্মেলন শুরু11/04/2021 Read more... |
রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ11/04/2021 Read more... |
সিন্ডিকেট সভা অনুষ্ঠিত; ঢাবি-এ ‘গ্র্যাজুয়েট প্রমোশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট’ কর্মসূচি গ্রহণ09/04/2021 Read more... |
ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবদুল মালেক-এর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ09/04/2021 Read more... |
ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গালিব আহসান খান-এর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ08/04/2021 Read more... |
বরেণ্য সংগীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ07/04/2021 Read more... |
ডাকসু’র সাবেক জিএস মোর্শেদ আলীর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ07/04/2021 Read more... |