০৩ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে স্ব-খরচে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, ৮ম ব্যাচে (জানুয়ারি-জুন ২০২৬ সেমিস্টার, ২০২৫-২০২৬ সেশন) ভর্তির প্রাথমিক নির্দেশিকা:
০১। প্রোগ্রামটি ০৬ মাস করে ৩টি সেমিস্টারে মোট ১৮ মাস মেয়াদী।
০২। ভর্তির যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। সনাতন পদ্ধতির ক্ষেত্রে কোন পরীক্ষায়
৩য় শ্রেণি এবং গ্রেডিং প্রদ্ধতির ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ২.৫-এর নিচে আবেদন গ্রহণযোগ্য হবে না।
০৩। আবেদন ফরম আগামী ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত প্রোগ্রাম অফিস (কক্ষ নং: ১০২০), তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বিভাগের ওয়েবসাইট (https://shorturl.at/zQW57) থেকে পাওয়া যাবে। Legal Size কাগজে প্রিন্টকৃত ফরম যথাযথভাবে পূরণ করে সকল পরীক্ষা পাশের মার্কশীটের সত্যায়িত ফটোকপি এবং সদ্যতোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম ও নগদ ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা ফি বর্ণিত সময়ের মধ্যে বিভাগীয় অফিসে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
০৪। সপ্তাহের শুক্র ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে।
০৫। কোর্স ফি সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা:
ক) ভর্তির সময় রেজিস্ট্রেশন ও প্রথম সেমিস্টার ফি বাবদ = ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা;
খ) ২য় সেমিস্টারে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা; ৩য় সেমিস্টারে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা।
০৬। সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি সর্বমোট ২০,০০০/- (বিশ হাজার) টাকা:
ক) ১ম সেমিস্টার পরীক্ষার ফি =৬০০০/- (ছয় হাজার) টাকা; খ) ২য় সেমিস্টার পরীক্ষার ফি =৬০০০/- (ছয় হাজার);
গ) ৩য় সেমিস্টার পরীক্ষার ফি =৮,০০০/- (আট হাজার)।
০৭। ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার, বিকাল ০৩:০০টায় (৫০ নম্বরের লিখিত ও ১০ নম্বরের মৌখিক) অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচী:
ক) লিখিত পরীক্ষা বিকাল ০৩:০০টা থেকে ০৪:০০টা
খ) মৌখিক পরীক্ষা বিকাল ০৪:৩০ থেকে
ভর্তি পরীক্ষায় প্রশ্নের ধরন হবে MCQ ও রচনামূলক (বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান)। সময়ঃ ১ ঘন্টা।
রওশন আক্তার
কো-অর্ডিনেটর
প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রাম
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
মোবাইল: ০১৫৩৪৫২০৬০৭
ই-মেইল: ema.islm@du.ac.bd
ভর্তি ফরম: