দিনব্যাপী 'New M. A. Curriculum (with Advance Research Monograph)' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে দিনব্যাপী 'New M. A. Curriculum (with Advance Research Monograph)' শীর্ষক একটি কর্মশালা গত ০১ সেপ্টেম্বর ২০২৫ বিভাগীয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালাটির সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক আশফাক হোসেন । কর্মশালায় রিসোর্চ পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটউটের অধ্যাপক ড. শাহ শামীম আহমেদ এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক রবিউল হক। উপস্থাপনার পর একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের খণ্ডকালীন শিক্ষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অধ্যাপক আশা ইসলাম নাঈম। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক আশফাক হোসেন রিসোর্স পার্সনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিভাগীয় শিক্ষকদের কর্মশালায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
A day-long workshop on 'New M. A. Curriculum (with Advance Research Monograph)' was held in the Department of History, University of Dhaka
A day-long workshop on 'New M. A. Curriculum (with Advance Research Monograph)' was held on September 01, 2025, Monday, at 10:00 pm in the conference room of the Department of History. The day-long workshop was presided by Professor Ashfaque Hossain, Chairman, Department of History, University of Dhaka. The workshop was attended by the Resource Persons Professor Shah Shamim Ahmed, IER and Professor Md. Rabiul Haque, Department of Population Sciences, University of Dhaka. Professor Syed Anwar Husain was present at the ceremony along with other faculty members. A lively question and answer session followed the presentation. Professor Asha Islam Nayeem conducted the ceremony. Professor Ashfaque Hossain, Chairman, Department of History, University of Dhaka, expressed his sincere gratitude to the resource persons and thanked faculty members for attending the program.