ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ড. মহানামব্রত ফাউন্ডেশন ফর পিস এন্ড সলিডারিটি এর উদ্যোগে ড. মহানামব্রত স্মারক বক্তৃতা, গুণীজন সম্মাননা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ ০১ এপ্রিল ২০২২ শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠান উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্মারক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নিখিল ভট্টাচার্য। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান এবং ড. মহানামব্রত ফাউন্ডেশন ফর পিস এন্ড সলিডারিটি-এর পরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব রাহুল রাহা শুভেচ্ছা বক্তব্য দেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি বলেন, মানুষের মনুষ্যত্ব বিকাশ এবং সমাজের সর্বত্র সম্প্রীতির বাণী ছড়িয়ে দিতে ড. মহানামব্রত ব্রহ্মচারী কাজ করে গেছেন। এ ধরনের ব্যক্তিবর্গের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে শিশুদের মাঝে সম্প্রীতির চর্চা বাড়ানোর উপর তিনি গুরুত্বারোপ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রগতিশীল ও মানবতাবাদী দার্শনিক ড. মহানামব্রত ব্রহ্মচারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। আজীবন তিনি মানবতার জয়গান গেয়েছেন। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি এবং পরিশীলিত সমাজ গঠনে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তাঁর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে উদার ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার জন্য উপাচার্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশের দুইজন গুণীব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমিরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী এবং বিশিষ্ট চিকিৎসক ডা. ননী গোপাল সাহা (মরণোত্তর)। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ (ধর্মরাজিক বৌদ্ধ বিহার)। এছাড়া অনুষ্ঠানে ৩জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেনÑ শুকলা রাণী, তাহিয়া তাহরিম এবং অমিয়া সারা খান।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ড. মহানামব্রত ফাউন্ডেশন ফর পিস এন্ড সলিডারিটি এর উদ্যোগে ড. মহানামব্রত স্মারক বক্তৃতা, গুণীজন সম্মাননা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ ০১ এপ্রিল ২০২২ শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠান উদ্বোধন করেন। (ছবি: ঢাবি উপাচার্য)