ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী ছাত্র মো. আবু বকর সিদ্দিকের ১৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভা ও দোয়া মাহফিল গতকাল ০৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার সন্ধ্যায় স্যার এ এফ রহমান হলে অনুষ্ঠিত হয়। শহিদ আবু বকর স্মৃতি সংসদ এই অনুষ্ঠান আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্মৃতি সংসদের মুখ্য সংগঠক জয়েন উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপণ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, মেধাবী ছাত্র মো. আবু বকর সিদ্দিক হত্যার ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর। প্রতিহিংসার রাজনীতি কোনো মেধাবী শিক্ষার্থীর জীবনকে আর যেন বিপন্ন করতে না পারে, সে ব্যাপারেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক থাকবে।
উল্লেখ্য, ২০১০ সালে স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের বিবাদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় নিজ কক্ষে অবস্থানকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৎকালীন তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র মো. আবু বকর সিদ্দিক মারাত্মকভাবে আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়