ঢাকা বিশ্ববিদ্যালয় ৮ম আন্তঃহল কারাতে প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল চ্যাম্পিয়ন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল রানার্স আপ হয়েছে। এই প্রতিযোগিতায় ছাত্রীদের গ্রুপে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল রানার্স আপ হয়। আজ ৩০ এপ্রিল ২০২৫ বুধবার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. উপমা কবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন এবং ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ২টি স্বর্ণ ও ১টি তাম্র্র জিতে মোট ১১ পয়েন্ট অর্জন করে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ২টি স্বর্ণ জিতে ১০ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়। কবি সুফিয়া কামাল হল ৩টি স্বর্ণ ও ১টি তাম্র্র জিতে ১৬ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়। রোকেয়া হল ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য জিতে ৮ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়।
৩০/০৪/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়