ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমএস এডুকেশনাল সাইকোলজি এবং এমএস কাউন্সেলিং সাইকোলজি বিষয়ের ভর্তি পরীক্ষা আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনামুল হক এবং বিভাগের চেয়ারম্যান ড. মো. আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩০ টি আসনের বিপরীতে মোট ২১৯ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে Outcome Based Education (OBE) কারিকুলাম অনুযায়ী দেড় বছর মেয়াদি এমএস এডুকেশনাল সাইকোলজি এবং এমএস কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা প্রতিবছর প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে এই দু’টি বিষয়ে অধ্যয়নের সুযোগ পায়।
১৮/০২/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়