থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনের তত্ত্বাবধানে স্নাতক চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টারের ৪০৩ নম্বর কোর্স ‘পারফরম্যান্স তত্ত্ব’-এর অধীনে TRADITIONAL JAPANESE PERFORMING ARTS: NOH AND KABUKI বিষয়ে আগামী বুধবার ৭ মে ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দুপুর ২টা হতে বিকেল ৪টা ৪৫ মিনিট দু’টি সেশনে বিশেষ লেকচার ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত হবে। লেকচার ডেমনস্ট্রেশন পরিচালনা করবেন Dr. Victor Nizhelskoy, Associate Professor, Russian Institute of Theatre Art – GITIS এবং Theatre Director, Actor, Researcher of Traditional Japanese Noh and Kabuki theater, instructor for body expression.