ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার্থীদের চলাফেরা নির্বিঘ্ন করতে সবসময় সচেষ্ট রয়েছে প্রক্টরিয়াল টিম। ভাসমান ও ভবঘুরে লোকদের উচ্ছেদে অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। একই সঙ্গে বহিরাগত ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল ১৯ মে রাতভর অভিযান পরিচালনা করে প্রক্টরিয়াল টিম। তার খণ্ড চিত্র-
* গতকাল ১৯ মে সোমবার সন্ধ্যার পর উদ্যানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনার অগ্রগতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে যান। সেসময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, সহকারী প্রক্টরবৃন্দ ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে কিছু তরুণ-তরুণীকে উদ্যানে দেখা যায়। এসময় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে ছেড়ে দেয়া হয়। উল্লেখ্য, সোহরাওয়ার্দী উদ্যান দেখভালের দায়িত্ব গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের। উদ্যানের অবস্থান ক্যাম্পাসের পাশে হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর এর প্রভাব পড়ে। যার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-কে সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা জোরদার করার অনুরোধ করে। যার প্রেক্ষিতে সংশ্লিষ্টরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন।
* ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, ফুলার রোড, কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা ও কার্জন হলসহ পুরো ক্যাম্পাসে বহিরাগতদের উচ্ছেদে রাতভর অভিযান পরিচালিত হয়েছে।
* ভোরে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় শিক্ষার্থীদের সহায়তায় তিনজন বহিরাগত মাদকসেবীকে আটক করে প্রক্টরিয়াল টিম। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
* বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা, কবি সুফিয়া কামাল হল সংলগ্ন ফুটওভার ব্রীজ ও মেট্রোরেলের নিচে অবস্থানকারী ভাসমান লোকদের উচ্ছেদে রাতভর অভিযান চালানো হয়েছে।
* রাত তিনটায় শাহবাগ দিয়ে একটি কাভার্ড ভ্যান ক্যাম্পাসে প্রবেশ করে। ওই স্থানে দায়িত্ব পালন করা প্রক্টরিয়াল টিমের সদস্যরা কাভার্ড ভ্যানটিকে থামানোর চেষ্টা করলেও তারা দোয়েল চত্বরের দিকে এগুতে থাকে। পরে দোয়েল চত্বরে অবস্থান করা প্রক্টরিয়াল টিমের সদস্যদের সহায়তায় কাভার্ড ভ্যানটিকে আটক করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
* আজ ২০ মে মঙ্গলবার সকালে কবি সুফিয়া কামাল হলের ছাত্রীদের চলাফেরা নির্বিঘ্ন করতে হাইকোর্ট মোড় থেকে দোয়েল চত্বর পর্যন্ত কার্জন হল সংলগ্ন ফুটপাতে যে দোকানগুলো ছিলো সেগুলো উচ্ছেদ করা হয়েছে।
২০/০৫/২০২৫
ফররুখ মাহমুদ
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়