ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের উদ্যোগে ‘Bangladesh's Constitutional Reforms: Recommendations, Challenges and Global Best Practices’ শীর্ষক এক প্যানেল আলোচনা আজ ২১ জুলাই ২০২৫ সোমবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আন্তঃরাষ্ট্রীয় সংস্থা আইডিয়া ইন্টারন্যাশনাল-এর কনিস্টিটিউশন বিল্ডিং এন্ড রুল অফ ল’ প্রোগ্রামের প্রধান ড. সুমিত বিসর্য্য (Dr. Sumit Bisarya), ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রোবেল মোল্লা এবং আইন বিভাগের শিক্ষার্থী মো. মুজাহিদুল ইসলাম আলোচনায় অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সাংবিধানিক সংস্কারের বিষয়টি আমাদের জাতীয় এজেন্ডার সঙ্গে সম্পৃক্ত। একাডেমিক ও ব্যবহারিক উভয় ক্ষেত্রেই এবিষয়ে আলোচনা ও গবেষণা হতে পারে।
প্যানেল আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯টি বিভাগের দেড়শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আলোচনা শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
২১/০৭/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়