ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে ‘Constitution Making and Unmaking ’ শীর্ষক একটি সেমিনার আজ ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংস্থা International IDEA এর Head of Constitution Building Program সুমিত বিসারিয়া।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম, বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
প্রধান অতিথি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা তার বক্তব্যে বলেন, একটি দেশের সংবিধান কেবল একটি আইনগত দলিল নয়, এটি জাতির আত্মার প্রতিফলন। সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় জনগণের মতামত, ঐতিহাসিক প্রেক্ষাপট ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন থাকা আবশ্যক।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে সংবিধান পরিবর্তন বা পুনর্গঠন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি বিষয়। তাই একাডেমিক পরিসরে এ নিয়ে গবেষণা ও আলোচনার পরিধি আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
প্রধান বক্তা সুমিত বিসারিয়া বলেন, সংবিধান প্রণয়ন শুধু একটি আইনি প্রক্রিয়া নয়; এটি এক রাজনৈতিক দরকষাকষি এবং একটি সামাজিক চুক্তি। তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে দেখা যায় অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া একটি টেকসই ও গ্রহণযোগ্য সংবিধান প্রণয়নের মূল চাবিকাঠি। তিনি বাংলাদেশে আইন শিক্ষার অগ্রগতির প্রশংসা করেন এবং তরুণ প্রজন্মকে সংবিধান ও গণতন্ত্র বিষয়ে আরও গবেষণামূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সেমিনারে অংশগ্রহণকারীরা সংবিধান প্রণয়ন ও সংস্কারের তাত্ত্বিক ও প্রায়োগিক দিক নিয়ে মুক্ত আলোচনা করেন।

ফররুখ মাহমুদ
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।