‘Every Contribution Matters’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ ০৮ ডিসেম্বর ২০২৫ সোমবার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক স্বেচ্ছাসেবী সম্মেলন আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই সম্মেলন উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসিজ বাংলাদেশ (ভিএসও)-এর যৌথ উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব (যুব অনুবিভাগ) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান, বাংলাদেশে নিযুক্ত বৃটিশ কাউন্সিল-এর কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস (Mr. Stephen Forbes) এবং ঢাকাস্থ সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রোম (Nayoka Martinez-Backstorm) আলোচনায় অংশ নেন। ভিএসও বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক স্বাগত বক্তব্য দেন। স্বেচ্ছাসেবকদের পক্ষে মো. জামাল হোসেন এবং জয়া রানী মন্ডল বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ জানান। স্বেচ্ছাসেবার সুদীর্ঘ ইতিহাস তুলে ধরে তিনি বলেন, স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পৃথিবীতে অনেক বড় বড় কাজ হয়েছে। আন্তঃব্যক্তিক সম্পর্ক জোরদার এবং আত্মত্যাগের মনোভাব বজায় রেখে সকলকে স্বেচ্ছাসেবার প্রয়াস অব্যাহত রাখতে হবে।

০৮/১২/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়