ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ৭ম ও ৮ম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি সভা গতকাল ১১ জানুয়ারি ২০২৬ রবিবার অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. রাদ মুজিব লালনের সভাপতিত্বে সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসাইন সম্মানিত অতিথি এবং বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহীদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগের শিক্ষার্থী ফারজানা রহমান অনুষ্ঠান সঞ্চালন করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগে ভর্তি হওয়ায় শিক্ষার্থীদের স্বাগত জানান। তিনি বলেন, ব্যাংকিং খাত গত ১৫ বছরে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খাতের সংকট মোকাবিলায় তিনি ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের কারিকুলামে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করার উপর গুরুত্বারোপ করেন।

১২/০১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়