ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে আগামী ২৯ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে “৫৫তম ম্যানেজমেন্ট ডে”। দীর্ঘ ঐতিহ্যবাহী এই দিনটি প্রতি বছর ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য এক মিলনমেলার উৎসবে পরিণত হয়। এবারের আয়োজনে রয়েছে দিনব্যাপী নানা অনুষ্ঠান, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা।
দিনের সূচনা হবে সকাল ৯টায় বিভাগীয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে, যেখানে অংশ নেবেন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা। র্যালিটি ঘুরে টিএসসি প্রাঙ্গণে এসে শেষ হবে।
র্যালি শেষে টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট অতিথিরা। উদ্বোধনী পর্ব শেষে আয়োজন করা হবে একটি প্যানেল আলোচনা, যেখানে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ম্যানেজমেন্ট বিশেষজ্ঞরা অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে আধুনিক ব্যবস্থাপনা শিক্ষা, উদ্যোক্তা বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং তরুণ নেতৃত্ব গঠনের নানা দিক।
দুপুরের পর অনুষ্ঠিত হবে আঞ্চলিক ভাষায় বিতর্ক প্রতিযোগিতা, যা প্রতি বছর ম্যানেজমেন্ট ডে-এর অন্যতম জনপ্রিয় আয়োজন হিসেবে পরিচিত। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উপস্থাপন দক্ষতা ও দলীয় চেতনার প্রতিফলন ঘটবে এই প্রতিযোগিতায়।
দিনের শেষ ভাগে আয়োজন করা হবে বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে অংশ নেবেন বিভাগের শিক্ষার্থীরা। সংগীত, নৃত্য, নাট্যাংশ ও কবিতা আবৃত্তির মাধ্যমে সৃজনশীলতার উচ্ছ্বাসে মুখর হয়ে উঠবে টিএসসি অডিটোরিয়াম।
এছাড়াও, ম্যানেজমেন্ট ডে উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা — যেমন রচনা, কুইজ, পোস্টার প্রেজেন্টেশন ও উদ্যোক্তা আইডিয়া প্রতিযোগিতার — বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
আয়োজকদের মতে, “ম্যানেজমেন্ট ডে শুধু একটি বার্ষিক উৎসব নয়; এটি আমাদের বিভাগের ঐক্য, সাফল্য ও আত্ম-উন্নয়নের প্রতীক। প্রতি বছর এই দিনটি আমাদের অনুপ্রেরণা জোগায় নতুন উদ্যমে এগিয়ে যেতে।”
শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে দিনটি পরিণত হবে এক আনন্দমুখর মিলনমেলায়, যেখানে পুরনো স্মৃতি, নতুন উদ্যম ও ভবিষ্যতের স্বপ্ন মিলেমিশে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করবে।
https://bongosangbad.com/archives/11838
https://desherkantha.com/news/education/management-day-celebrated-at-dhaka-university
https://www.newagebd.net/post/campus-bites/280388/du-to-celebrate-management-day-tomorrow
https://rtvonline.com/education/campus/351068