ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে "Higher Studies & Career Pathways" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
১৬ই সেপ্টেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন “Arabic Career Club” এর আয়োজনে অনুষ্ঠিত হলো উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক একটি বিশেষ সেমিনার “Higher Studies & Career Pathways”।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভাগের ৪০৪৬ নং কক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-লস এঞ্জেলেসের পিএইচডি ফেলো জনাব মাহাদী হাসান।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বক্তৃতায় জনাব মাহাদী হাসান যুক্তরাষ্ট্রে তার উচ্চশিক্ষার প্রস্তুতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া, বৃত্তি অর্জনের কার্যকর উপায়, আরবী বিভাগের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার সম্ভাবনা এবং বৈশ্বিক পর্যায়ে কর্মক্ষেত্রের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আরবী বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, সহযোগী অধ্যাপক ড. তাজুল ইসলাম এবং প্রভাষক ও অ্যারাবিক ক্যারিয়ার ক্লাবের সম্মানিত মডারেটর জনাব নাইমুল ইসলাম। উপস্থিত শিক্ষকবৃন্দ Arabic Career Club-এর এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পেশাগত প্রস্তুতির জন্য এমন আয়োজনকে অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করেন।