ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এম. ফার্ম. শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ২২-০৬-২০২৫ তারিখ রবিবার সকাল ১০.৩০ টায় মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনের ৬ষ্ঠ তলায় এম. ফার্ম. ক্লাসরুমে (রুম নং ৬২৯) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসী অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী, ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ জহির রায়হান, ওষুধ প্রযুক্তি বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. শায়লা কবীর। এছাড়া উক্ত প্রোগ্রামে বিভাগীয় সম্মানিত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।