গত ১৯ নভেম্বর, ২০২৫ তারিখ ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে গবেষণায় বিশেষ অবদান রাখায় ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ০৩ জন শিক্ষককে ডিন সম্মাননা এবং ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব প্রফেশনাল ফার্মেসি পরীক্ষায় অনন্য ফলাফল অর্জন করায় ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ০৩ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এছাড়া ০১ জন শিক্ষার্থীকে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস) বৃত্তি এবং কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন স্বর্ণপদক প্রদান করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী ডিনস অ্যাওয়ার্ড স্পিকার হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রাধ্যক্ষ, প্রক্টর, অনুষদের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকগণ হলেন- অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল হক, ড. মো. আল আমীন সিকদার। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আল আশিকুর রহমান আলিফ (২০২২) এবং রাফিউদ্দিন খান লাবিব ও রুম্মান রেজা (২০২৩)। বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস) বৃত্তি এবং কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন স্বর্ণপদক পেয়েছেন ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এম. ফার্ম. এর শিক্ষার্থী রুম্মান রেজা।