ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে কলোকুইয়াম লেকচার সিরিজ-১ এর প্রথম লেকচার অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের কলোকুইয়াম লেকচার সিরিজ-১, ২০২৫-২৬ এর প্রথম লেকচার ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বুধবার) তারিখে বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত লেকচার সিরিজের প্রথম বক্তা হিসেবে “Multidimensionality in al-Ghazali’s Thoughts” শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় অধ্যাপক ড. শাহ্ কাউসার মুস্তাফা আবুলউলায়ী। বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দসহ পিএইচ. ডি.ও এম.ফিল. গবেষকবৃন্দ এবং এম এ শ্রেণিতে অধ্যয়নরত থিসিস গ্রপের শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রশ্নত্তোর পর্বের উন্মুক্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।