“প্রশাসনিক নীতিবিদ্যা” শীর্ষক দিনব্যাপী কর্মশালা ও প্রবন্ধমালা প্রকাশ
নৈতিক উন্নয়ন কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একটি সক্রিয়া গবেষণা কেন্দ্র। বাংলাদেশের আর্থ-সামাজিক ও বৈশ্বক প্রেক্ষাপটে নৈতিক বিষয়ে গবেষণা এবং সর্বস্তরের মানুষের মধ্যে নৈতিক চেতনা জাগ্রত করা এবং নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে সচেতনতা সৃষ্টির মাধ্যমে একটি নৈতিক ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ২০০৯ সনে ‘নৈতিক উন্নয়ন কেন্দ্র’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ কেন্দ্র নিয়মিতভাবে নানা সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছর ৩০ মে দিনব্যাপী প্রশাসনিক নীতিবিদ্যা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থাপিত প্রবন্ধসমূহ নিয়ে বিষয়ভিত্তিক বিশেষ সংকলন হিসেবে ‘প্রশাসনিক নীতিবিদ্যা প্রবন্ধমালা প্রকাশিত হয়।